জনাব আ.ন.ম.ওবায়দুল্লাহ, সদস্য, বিতরণ, (অতিঃ দায়িত্ব) ঢাকা মহোদয় সূত্র নঙ- 27.11.0000.700.04.25.329, তাং 23/04/2025 ইং মোতাবেক 27/04/2025 ইং তারিখ প্রধান প্রকৌশলী, বিতরণ কুমিল্লা অঞ্চল, বিউবো, কুমিল্লা দপ্তর কর্তৃক আয়োজিত রাজস্ব ও প্রকল্পের অগ্রগতি সংক্রান্ত সভায় যোগদান ও কর্মকর্তাদের সাথে মতবিনিময় করায় বোর্ডের কাজের স্বার্থে নিম্নস্বাক্ষরকারী আগামী 26/04/2025 ইং তারিখ অপরাহ্নে প্রধান প্রকৌশলী, বিতরণ কুমিল্লা অঞ্চল, বিউবো, কুমিল্লারে উদ্দেশ্যে কর্মস্থল ত্যাগ করিবেন। নিম্নস্বাক্ষরকারীর অনুপস্থিতিতে অত্র দপ্তরের সহকারী প্রকৌশলী, জনাব মোঃ মহিউদ্দিন, নির্বাহী প্রকৌশলী রুটিন দায়িত্ব (আর্থিক ও গোপনীয় ব্যতীত) পালন করিবেন।
তত্ত্বাবধায়ক প্রকৌশলী, পওস সার্কেল, বিউবো, নোয়াখালীর সম্মতিক্রমে অত্রাদেশ জারী করা হেইল।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS